ঝালকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষেরসংর্ঘসে আহত সাত

আইন-অপরাধ আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষেরসংর্ঘসে ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৭টার দিকে শহরের জেলে পাড়াসড়কে এ ঘটনা ঘটে ।আহতরা হল মো. মনির সরদার ( ৪৮), তার ভাই কামাল সরদার ( ৫০), রফিকসরদার (৪০), ইব্রাহিম সরদার লাভু (৪২) অপর পক্ষের আরিফ খান উজ¦ল (৩৫ ),আতাউর রহমান খান মাইনুল (২৭), রাকির হোসেন (২০)। এরা ঝালকাঠিসদর হাসপাতালে ভর্তি রয়েছে। গুরুতর আহত ইব্রাহিম সরদার লাভুকেউন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে শহরেরজেলে পাড়া সকড়ের মৃত. কদম আলী সরদারের বাড়ি সামনে তার ছেলে মো.মনির সরদারের সাথে আরিফ খান উজ¦ল ও আতাউর রহমান খান মাইনুলেরতর্ক হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংর্ঘসে জরিয়ে পরে।এসময় ওই এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পরে। পুলিশ এসে পরিস্থিতিনিয়ন্ত্রনে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালেভর্তি করায়।ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুলতানা সনিয়াবলেন,‘ আহত কয়েকজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হলে এদেরচিকিৎসা দেওয়া হয়। গুরুতর অবস্থায় একজনকে বরিশালে পাঠানো হয়েছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দে বলেন,‘ সামান্য বিষয় নিয়েদুই পক্ষের সংর্ঘষ হয়। আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসানিচ্ছে। লোকজন হাসপাতালের মধ্যে ঙি করছিল। আমরা বহিরাগতদের বেরকরে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রে রয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.