ঝালকাঠি সংবাদদাতাঃ
পবিত্র ঈদুল আযহা কোরবানী উপলক্ষে ভিজিএফ এর আওতায় ঝালকাঠি পৌর সভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার৬২১ জন দু:স্থ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করাহয়েছে।
০৮ জুলাই শুক্রবার সকালে পৌরসভা চত্বরে ভিজিএফ চাল বিতরন কার্যক্রম প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) উদ্বোধন করেনআওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, শিল্প মন্ত্রনালয় সম্পর্কিতসংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। পরে দু:স্থ নারী ও পুরুষদের মাঝে ভিজিএফ চাল বিতরন করেন পৌর মেয়রআলহাজ্ব মো. লিয়াকত আলী তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন,কাউন্সিলর তরুন কর্মকার, হাবিবুর রহমান হাবিল ও আব্দুল কুদ্দুসহাওলাদার, মহিলা কাউন্সিলর তাসলিমা বেগম, পৌর সচিব শাহীসুলতানা,প্রমুখ উপস্তি ছিলেন।ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও দুটি পৌরসভার সদর উপজেলায় ৯হাজার ২৬৭টি পরিবার, নলছিটি উপজেলায় ২৪ হাজার ৪৯টি পরিবার,রাজাপুর উপজেলায় ৮ হাজার ৬২০টি পরিবার, কাঠালিয়া উপজেলায় ৪হাজার ৬২১টি পরিবার এবং ঝালকাঠি পৌরসভায় ৪ হাজার ৬২১টি ওনলছিটি পৌরসভায় ৩ হাজার ৮১টি পরিবার এই সহায়তা পাচ্ছে।