
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ ( বিএমডিএ) নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ বলেছেন, জুলাই বিপ্লবের আন্দোলন ছিল গণমানুষের অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক জাগরণ। শহীদদের ত্যাগ আমাদের সামনে এগিয়ে চলার প্রেরণা। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মাধ্যমে ২৪’র স্বাধীনতা রক্ষা করতে হবে।
রবিবার (৪ আগস্ট) সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) জেলা কার্যালয়ের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশিদের সভাপতিত্বে চাঁপাইনবাবগঞ্জ সদর জনের পরিদর্শক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র নাচোল উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রেজাউল করিম, গোমস্তাপুর উপজেলা সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নান, ও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের ৪ উপজেলা থেকে আগত সহকারী প্রকৌশলী অপারেটর কৃষক ও কর্মচারীগণ।
আলোচনা সভায় বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র নির্বাহী কর্মকর্তা জুলাই-আগস্ট আন্দোলনের স্মৃতি স্মরণ করেন এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকারভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা শেষে একটি ফলদ গাছ রোপন করেন।