জিগীষা মানবিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

আরো ঢাকা পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

বিশেষ প্রতিনিধি:
জিগীষা মানবিক পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু, ১৩ জানুয়ারি ২০২৫ ইং বিকাল ৩ ঘটিকায় দৈনিক রুপবানী ভবন  ১৫/৩ ওয়ার স্ট্রিট ওয়ারী ঢাকা অনুষ্ঠানের মাধ্যমে এই আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় , জিগীষা মানবিক পার্টির  চেয়ারম্যান নূর হোসাইন ( নূর এইচ ) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মির্জা মো: মজিবর রহমান – সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রূপবাণী  পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ , দৈনিক নতুন দিন পত্রিকার সম্পাদক ইদ্রিস আলী নান্টু , অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন – জিগীষা মানবিক পার্টির সদস্য সচিব এডভোকেট সিদ্দিকুর রহমান( হাইকোর্ট ) উক্ত আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – জিগীষা মানবিক পার্টির শাখা  জিগীষা যুব মানবিক এর আহ্বায়ক মিনহাজুল আবেদীদন অনতু ও যুগ্ন আহবায়ক মোঃ মিজান হাওলাদার , নৌ শ্রমিক মানবিক এর আহ্বায়ক আব্দুল আলীম হীরা , মুক্তিযুদ্ধ প্রজন্ম মানবিক এর যুগ্ন আহবায়ক মোঃ আবু ইউসুফ , উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন – সাংবাদিক নিপা বেগম ,সাংবাদিক ঈদী আমীন এপোলো , নৌ শ্রমিক নেতা মোঃ লতিফ সহ অন্যান্য নেতাকর্মী ও সাংবাদিক এবং মানবাধিকার কর্মীগণ , এ সময় বিশেষ অতিথি ফারুক আহমেদ বলেন যখন প্রয়োজন হবে পার্টির জন্য এই হল রুম উন্মুক্ত থাকবে এবং আমার সর্বাত্মক সহায়তা থাকবে ইনশাল্লাহ ,এ সময় বিশেষ অতিথি ইদ্রিস আলী নান্টু বলেন – আপনাদের জন্য সর্বসময় আমার দোয়া ও সহযোগিতা থাকবে ইনশাল্লাহ , এ সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মির্জা মো: মজিবর রহমান বলেন নূর হোসাইন আগে থেকেই মানবিক কাজ করে আসছে আমি তা জানি এবং তার পক্ষেই সম্ভব মানবিক বাংলাদেশ গড়া এটা আমি বিশ্বাস করি তিনি আরো বলেন নূর হোসাইন আমার সন্তানের মত সব সময় তার পাশে আছি এবং থাকবো ইনশাল্লাহ  । এ সময় জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান  নূর হোসাইন (নুর এইচ ) বলেন – আমি ১৮ কোটি মানুষকে নিয়ে রাজনীতি করতে চাই এবং মানবিক বাংলাদেশ করতে চাই , তিনি বলেন হিংসা বিদ্বেষ পরিহার করি, আসুন মানবিক বাংলাদেশ গড়ি

তিনি আরো বলেন জিগীষা অর্থ জয় করার ইচ্ছা , আমরা মানবিক জয় দেখতে চাই ও মানবতার জয় দেখতে চাই ,তাই আমাদের পার্টির স্লোগান হবে “জয় মানবিক -জয় হোক মানবতার ” এবং পার্টির প্রস্তাবিত মার্কা থাকবে কলম ও পার্টির আদর্শ থাকবে – ন্যায় বিচার প্রতিষ্ঠা , সামাজিক নিরাপত্তা , বাক স্বাধীনতা , সাম্য , সার্বভৌমত্ব ও স্বাধীনতা সমুন্নত  রাখা আর পার্টির বর্তমানে কেন্দ্রীয় কার্যালয় হবে আমার নিজ বাড়ি নং ১২  সাংবাদিক নূর হোসাইন  রোড ,আহমেদনগর, গাবতলী- ঢাকা এই ঠিকানায় 

 এ সময় অনুষ্ঠানে তিনি আরো বলেন – বর্তমানে আমি চেয়ারম্যান হিসেবে পার্টির দায়িত্ব পালন করছি এবং মহাসচিব হিসেবে এডভোকেট সিদ্দিকুর রহমান (হাইকোর্ট ) কে আমি প্রস্তাব  করছি তখন উপস্থিত সকল নেতাকর্মীগণ তার প্রস্তাব গ্রহণ করে তবে তিনি বলেন এই দুই পদ আগামী এপ্রিল মাসে কাউন্সিলের মাধ্যমে পাস করিয়ে নেয়া হবে এবং সকল পদ কাউন্সিলের মাধ্যমে নির্ধারণ করা হবে , এর আগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান প্রদান করবেন, সেখান থেকে যোগ্যদের মূল পার্টির কেন্দ্রীয় কমিটিতে আনবেন বলে তিনি জানান,  তিনি বলেন গাছের ডাল পালা পাতা ছাড়া গাছ কখনো ফল দেয় না তাই আগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করা হবে এরপর কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় সকল পদ নির্ধারণ করে কেন্দ্রীয় পূর্ণাঙ্গ  কমিটি ঘোষণা করা হবে , তিনি বলেন প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের শেষের শব্দটি থাকবে মানবিক শব্দ কারণ আমাদের মানবিক পার্টি এবং আমরা মানবিক মানুষগুলো নিয়ে  মানবিক বাংলাদেশ গড়তে চাই, অনুষ্ঠানে তিনি দেশবাসীর কাছে মানবিক বাংলাদেশ গড়ার জন্য দোয়া কামনা করেন । এ সময় জিগীষা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন এর ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আইনি সহায়তায়  বিশেষ অবদান রাখায় মিনহাজুল আবেদীন খান অনতুকে , নৌ শ্রমিক সুরক্ষায় বিশেষ অবদান রাখায়  আব্দুল আলীম হীরাকে , সফল উদ্যোক্তা ও আর্থ – মানবতার সেবায়  বিশেষ অবদান রাখায় শহিদুল ইসলাম সাগরকে ও মানবিক ব্যবসায়ী ও মানব সেবায় বিশেষ অবদান রাখায়  নুরুননবী  সুমনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *