জামিনে মুক্তি পেলেন সাংবাদিক শহিদ উল্লাহ্‌ মিয়াজী

আইন-অপরাধ কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক নেতা শহিদ উল্লাহ্ মিয়াজীকে জামিন দিয়েছেন আদালত।
শুক্রবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৯ নম্বর আমলি আদালতে জামিন আবেদন করা হলে বিচারক চন্দন কান্তি নাথ তার জামিন মঞ্জুর করেন।

সাংবাদিক শহিদ উল্লাহ্ মিয়াজী দৈনিক রেনেসাঁ পত্রিকার সম্পাদক।তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব।শুক্রবার ভোর ৪টার সময় নাঙ্গলকোটের আশারকোটা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ।দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

শহিদ উল্লাহ্ মিয়াজীর আইনজীবী বদিউল আলম সুজন বলেন, ‘তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় ২০১৭ সালে বিস্ফোরক আইনের একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। যে ঘটনায় তাকে আসামি করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। বিজ্ঞ আদালতের কাছে বিষয়টি উপস্থাপন করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.