হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধি
রবিবার ( ৮ অক্টোবর ) সকাল ১১.০০ ঘটিকায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২৩ খ্রিঃ মাসের আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজার নিরাপত্তা সহ জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম এর অগ্রগতি সম্পর্কে আলোকপাত করা হয়।
এছাড়াও সভায় জামালপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বিস্তর আলোচনা করেন।