হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় ইসি জনাব মোঃ আলমগীর।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম।
সভায় প্রধান অতিথি মহোদয় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে সার্কিট হাউসে জামালপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),জামালপুর; জনাব সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জনাব সুমন কান্তি চৌধুরী; সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) জনাব স্বজল কুমার সরকার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) জনাব অভিজিৎ দাস সহ জেলা নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রধানগণ ও সকল উপজেলা পর্যায়ের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা নির্বাচন অফিসার ও জেলা পুলিশ, জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।