জামালপুরে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

আইন-অপরাধ আরো ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলায় স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. হাফিজুর রহমান (৩৮) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে নান্দিনা-জামালপুর সড়কের জয়রামপুর এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মেষ্টা গ্রামের দুলাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘চিকিৎসক হাফিজুর রহমান মোটরসাইকেল করে জামালপুর শহর থেকে নান্দিনা সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে জামালপুর-নান্দিনা মহাসড়কের জয়রামপুর এলাকায় পৌঁছালে বালু বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এতে মারাত্মকভাবে আঘাত পেয়ে ঘটনাস্থলেই চিকিৎসক হাফিজুর রহমানের মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, কর্মস্থলে যাওয়ার পথে হাফিজুর রহমান নামে এক চিকিৎসক সড়ক দুর্ঘটনায় মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রাম ট্রাকটি আটক করে। ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দিলে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.