হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ
নকশী প্রকল্পের হস্তশিল্পের উপর প্রশিক্ষণপ্রাপ্ত সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তাদের ব্যবসায় প্রচারনার লক্ষ্যে দুই দিন ব্যাপী
নকশী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মশিউর রহমান।
মঙ্গলবার সকালে জিলা স্কুল সংলগ্ন মাঠে
ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ও এইচএসবিসি ব্যাংক এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত
জেলা প্রশাসক মোঃ মোক্তার হোসেন, ব্র্যাক প্রধান কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন মানব সম্পদ ব্যবস্থাপনা), মোঃ সোহাগ মজুমদার, দক্ষতা উন্নয়ন কর্মসূচির ডেপুটি ম্যানেজার শেখ আফজাল হোসেন, ডিভিশনাল ম্যানেজার হাসিনা আক্তার, এলাকা ব্যবস্থাপক ফারহানা মিলকি, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রোজী বেগম,ব্র্যাক জেলা সমন্বয়কারী সহ স্থানীয় ব্যবসায় প্রতিনিধি ও ব্র্যাকের স্থানীয় কর্মীবৃন্দ।
পরিচালিত নকশী প্রকল্পের ৬৪০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মধ্যে ৩০ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তা ও স্থানীয় ১০ জন উদ্যোক্তা সহ মোট ৪০ জন উদ্যোক্তাদের নিয়ে জামালপুর জিলা স্কুল সংলগ্ন মাঠে নকশী মেলার আয়োজন করা হয়েছে।
মেলা উদ্বোধনের পর স্টল পরিদর্শন কালে জেলা প্রশাসক বলেন, এ ধরনের মেলার আয়োজনের জন্য ব্র্যাক ও এইচএসবিসি ব্যাংক এর প্রতিনিধিদের অনেক ধন্যবাদ। পাশাপাশি এ ধরনের উদ্যোক্তাদের আরও প্রচারনার জন্য জাতীয় পর্যায়ে আরও প্রচারণা বাড়াতে আহবান জানান। যাতে করে এই উদ্যোক্তাগন জামালপুরের গন্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে ব্যবসায়ে যুক্ত হতে পারে।