আশরাফুর রহমান রাহাত,জামালপুর থেকেঃ
“একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে ন্যায় জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসক ও জামালপুর পরিবেশ অধিদপ্তর এর আয়োজনে এ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শহরের ফৌজদারি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রারটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, অধ্যাপক তরিকুল ফেরদৌস, জামালপুর সনাকের সভাপতি অজয় কুমার পাল, ব্র্যাক প্রতিনিধি মনির হোসেন, তরঙ্গ মহিলা সংস্থার সভানেত্রী শামীমা খানম, বাপার প্রতিনিধি এনামুল হক।
বক্তারা বলেন পৃথিবীকে বসবাসের উপযোগী রাখা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ৫জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। মানুষ তার প্রাত্যহিক জীবনে বিবিধ কার্যক্রমের মধ্যে দিয়ে পরিবেশের উপর ক্রমাগতভাবে বিরূপ প্রভাব বিস্তার করে চলছে।
বক্তারা আরও বলেন এছাড়া প্রকৃতির উপর ক্রমাগত হস্তক্ষেপের কারণে গত কয়েক দশকে দশ লাখ প্রাণী ও উদ্ভিদ বিলুপ্তির মুখোমুখি হয়েছে। মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য উপাদান সরবরাহকাটী পরিবেশ ও প্রতিবেশের এই ক্ষতি সম্পূর্ণ বনে করা না গেলেও বিবিধ আইন, নীতি ও সামাজিক নিয়ম প্রয়োগের মাধ্যমে মানুষের জীবনাচরণে পরিবর্তন আনয়ন করে এই ক্ষতির মাত্রা হ্রাস করা সম্ভব। বিশেষকরে, জীবন ধারনের জন্য আরও টেকসই, সাশ্রয়ী ও বিকল্প ব্যবস্থা গ্রহণ করে পরিবেশের এই ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাসের সুযোগ রয়েছে বলে জানাই বক্তারা।
পরে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।