জামালপুরে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরো ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

আশরাফুর রহমান রাহাত, জামালপুর থেকেঃ
“দুগ্ধ খাতে স্থায়ীত্ব, সেই সাথে পরিবেশগত পুষ্টি এবং আর্থ-সামাজিক ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে ন্যায় জামালপুরে বিশ্ব দুগ্ধ দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রাণিসম্পদ বিভাগ ও প্রাণিসম্পদ, ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর এ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে
বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্পসারণ কর্মকর্তা ডাঃ শাহরিয়ার মাহমুদ আরমানের সঞ্চালনায় আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোজাফফর হোসেন সিআইপি।
স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মামীম ডেইরী ফার্ম খামারি উদ্যােক্তা আশরাফুল ইসলাম সিদ্দিকী মামীম, খামারি উদ্যোক্তা ইসমাইল হোসেন, খামারি উদ্যোক্তা মোঃ শফিকুল ইসলাম।

বক্তারা বলেন বর্তমানে গবাদি পশুর খাদ্যদের দাম বৃদ্ধি হওয়ায় খামারিরা দিশেহারা হয়ে পড়ছেন। এমন অবস্থায় খামারিরা পশু বিক্রি করে তাদের খামার পরিচালনা করতে হচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা তাদের খামার বন্ধ করে দিয়েছে। খামারিদের খামার পরিচালনার জন্য সকল ধরনের সুযোগ সুবিধা ও গোখাদ্য যাতে খামারিদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে দিকে সরকারের সু-দৃষ্টি কামনা করেন।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গুরা দুধ বিতরণ করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.