আশরাফুর রহমান রাহাত, জামালপুর থেকেঃ
“সোনালী আঁশের সোনার দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের পাট উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর জামালপুর সদরের আয়োজনে একশত ৫০জন পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ উপলক্ষে আলোচনা সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহ নেওয়াজ ইসলাম ইমন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার, জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন প্রমুখ।
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের পাট উৎপাদনের উপর দিনব্যাপী চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। সদর উপজেলার একশত ৫০জন চাষী এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকল চাষীদের মাঝে পাট পণ্যের ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়।