জামালপুরে দাফনের এক বছর পর কবর থেকে লাশ উত্তোলন

আইন-অপরাধ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

আশরাফুর রহমান রাহাত/জামালপুর
জামালপুরে ঘটনার এক বছর পর কবর থেকে নিহতের লাশ উত্তোলন। পরকীয়ার জেরে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে ৪টি শিশুর। জামালপুর সদর উপজেলার রনরামপুর খাটাপাড়া গ্রামে মৃত্যুর একবছর পর সোমবার (২৭ জুন) মৃত শাহ জামাল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার দুপুর ১২টায় পারিবারিক গোরস্থান থেকে লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট এমামুল হকের উপস্থিতিতে এই লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

মামলা এবং পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৯ জুলাই রনরামপুর গ্রামের জনৈক ইউসুফ(৬০) আলীর ছেলে শাহজামাল(৩৪) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে
মারা যায়। তার মাত্র ২৭ দিন আগে মৃত শাহজামালের সহোদরা বোন সীমাও(২৮) একইভাবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।
সরেজমিনে গিয়ে প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, মৃত শাহজামালের স্ত্রী চামেলীর(৩০) সাথে অবৈধ সম্পর্ক ছিল মৃত শাহজামালের সহোদর বোন মৃত সীমার স্বামী মোস্তাফিজুর রহমানের। শাহজামাল আর তার বোন সীমার মৃত্যুর অল্প কিছুদিন পরেই পরকীয়াসক্ত ও অভিযুক্ত মোস্তাফিজুর এবং চামেলি বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার শুরু করে।
নিহত শাহ জামালের দুই কন্যা এবং নিহত সীমার এক ছেলে ও এক মেয়ে চরম অশান্তির মধ্যে পড়েছে বলে জানিয়েছে শাহ জামালের আত্মীয়রা। এদিকে ঘটনার প্রায় ১বছর পরে এসে গত ১৬ জুন ২০২২ তারিখে জামালপুর সদর থানায় এ বিষয়ে একটা হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা ইউসুফ আলী।

মামলার এজাহারে বিষাক্ত রাসায়নিক দ্রব্য অথবা কীটনাশক পান করিয়ে শাহজামাল কে হত্যার অভিযোগ আনা হয়েছে। জামালপুর সদর থানার মামলা নং-৬০। ৩০২/৩৪ ধারার এই মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেয় সি.আর আমলী আদালত জামালপুর।

মামলায় মোস্তাফিজুর রহমান, চামেলি এবং চামেলির পিতামাতা এবং চামেলির এক বোনসহ পাঁচজনকে আসামী করা হয়েছে। মামলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মাসুদ জানান,
আসামীরা পলাতক আছে, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.