জামালপুরে জেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

আরো পরিবেশ ময়মনসিংহ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

জামালপুর সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল হোসেন খান নিখিলের আহবানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. রাসেদুল ইসলাম খোকনের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ।

অন্যান্যের মধ্যে ইন্ডিয়া যুবলীগের সমন্বয়ক রবিউল আমিন রুবেল, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ বাবুল আক্তার, ওমর হাসিব চাঁন, আনোয়ার হোসেন টুরু, আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক শাহাবীর ইসলাম দোলন, আল আমিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান শামীম, উপ-প্রচার সম্পাদক হারুন অর রশিদ, সহ-সম্পাদক শেখ মোহাম্মাদ সোহাগ, ওবায়দুর রহমান বাবু, শেখ রাসেল, রনি রায়, মুবাখখারুল ইসলাম লিখন, সদস্য আনিছুর রহমান ও শিপনসহ জেলা যুবলীগ, শহর যুবলীগ, ওয়ার্ড যুবলীগ ও ইউনিট যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল হোসেন খান নিখিলের আহবানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। আজ থেকে মাসব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করা হলো। প্রায় দুই হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। জামালপুরে জেলা যুবলীগের উদ্যোগে পর্যায়ক্রমে প্রায় ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি মাসব্যাপী চলবে ইনশাআল্লাহ।

পরে জেলা যুবলীগ, শহর যুবলীগ, ওয়ার্ড যুবলীগ ও ইউনিট যুবলীগের সকল নেতৃবৃন্দ শেখ হাসিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.