হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ
শ্রী কৃষ্ণের আবির্ভাব তিথি ‘শুভ জন্মাষ্টমী’কে সামনে রেখে জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা রক্ষা ও উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকালে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলনে কক্ষে জেলা পুলিশ জামালপুরের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম।
সভায় পুলিশ সুপার বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে এবং শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে। জন্মাষ্টমীর শোভাযাত্রায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, জামালপুর জেলায় কোনো চ্যালেঞ্জ নেই তবে সাবধান থাকতে হবে। শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় জন্মাষ্টমী যথাযথ ও সুন্দর পরিবেশে উদ্যাপনের জন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর মোঃ মাসুদ আনোয়ার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর সোহরাব হোসেন; ডিআইও-১ জনাব রাশেদ হাসান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।