জাফরশাহী রেলস্টেশনের ইতিকথা

আরো পরিবেশ বিশেষ প্রতিবেদন ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

হাফিজুর রহমান সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা বাজারে অবস্থিত জাফরশাহী রেলস্টেশন।
১৮৮৫ সালে ময়মনসিংহের সঙ্গে ঢাকার সংযোগ স্থাপন করে রেলপথ স্থাপিত হয়। এই রেলপথ ১৮৯৪ সালে জামালপুর পর্যন্ত, ১৮৯৯ সালে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত সম্প্রসারিত হয়।এসময় মরহুম মোসাহেব আলী খানের প্রচেষ্টায় এই লাইনের স্টেশন হিসেবে জাফরশাহী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়।
জাফরশাহী স্টেশনটি মাদারগঞ্জ উপজেলা,মেলান্দহ উপজেলার এক অংশ এবং জামালপুর সদর উপজেলার বিরাট অংশের কেন্দ্র বিন্দুতে অবস্থিত।প্রতিষ্ঠার পর থেকেই চার উপজেলার মানুষের কাছে ট্রেনে যাতায়াতের একমাত্র ও জনপ্রিয় মাধ্যম হয়ে উঠে।জাফরশাহী স্টেশন থেকে তৎকালীন ময়মনসিংহ জেলায় বিভিন্ন কাজে যাতায়াত করত।সে সড়ক যোগাযোগ ব্যাবস্থা অত্যন্ত নাজুক থাকায় যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল রেলওয়ে।৭০ আশির দশকে জাফরশাহী স্টেশন থেকে এই অঞ্চলের উৎপাদিত বিভিন্ন মালামাল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হত।
কালের পরিক্রমায় জাফরশাহী স্টেশন প্রায় বন্ধের উপক্রম হয়েছিল।
ভাটারা এলাকাবাসী ও ভাটারা সমিতি ঢাকা এর প্রচেষ্টায়এবং রেলওয়ে মন্ত্রনালয়ের সহযোগিতায় জাফরশাহী স্টেশনের কার্যক্রম পুনরায় সচল হয়।গত ১১ফেব্রুয়ারী রেলওয়ের মহামান্য পরিচালক কামরুল আহসান উপস্থিত থেকে নবনির্মিত প্লাটফর্মও স্টেশন ভবনের উদ্ভোধন করেন।

চার উপজেলার মানুষের প্রণের দাবী জাফরশাহী স্টেশন কে বি গ্রেডে উন্নতিকরন এবং এই রুটে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির ব্যাবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর সু দৃষ্টি কামনা করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.