জাতীয় কন্যা শিশু দিবস রাজবাড়ীর গোয়ালন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আরো ঢাকা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

প্রতিনিধি রাজবাড়ী

“সময়ের অঙ্গীকার কন্যাশিশুর অধিকার” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২২ উপলক্ষে গোয়লন্দ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ অক্টবার) বেলা ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আশরাফুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমিরুল হক শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সালমা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবা আক্তার, গোয়লন্দ ঘাট থানার পক্ষ থেকে এস আই মিজানুর রহমান ও স্থানীয় সতেচন সমাজ।

র‌্যালি ও আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যা শিশুকে বোঝা মনে না করে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে আহবান জানান। ছেলে মেয়ে নিয়ে ভেদাভেদ না করারও পরামর্শ দেন। কন্যা শিশুই একদিন দেশের উন্নয়নে অংশীদারিত্ব হবে। মনে রাখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষা প্রতিমন্ত্রীও একদিন শিশু কন্যা ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.