জাতীয় ও আন্তর্জাতিক সাফল্যে এগিয়ে যাচ্ছে জেলাশহরের শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাস

আন্তর্জাতিক আরো চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

কক্সবাজার জেলা প্রতিনিধি
বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন-নগরী কক্সবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত আধুনিক ও দিনি শিক্ষার সুসমন্বয়ে প্রতিষ্ঠিত যুগোপযোগী শিক্ষাপ্রতিষ্ঠান মা’হাদ আন-নিবরাস। বর্তমানে তাহফিজ ও অ্যাকাডেমিক ২টি ভবনে প্রতিষ্ঠানিক কার্যক্রম চালু রয়েছে। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ১ম হিফজুল কুরআন সম্মাননায় ২২ জন, ২য় হিফজুল কুরআন সম্মাননায় ৩৫ জন ও ৩য় হিফজুল কুরআন সম্মাননায় ৪০ জন শিক্ষার্থী হাফেজে কুরআন হিসেবে দস্তারে ফজিলত অর্জন করেছে মা’হাদ আন-নিবরাস থেকে। বর্তমানে কক্সবাজার জেলাজুড়ে মাহা’দের তিনটি শাখার (প্রধান শাখাসহ) প্রতিষ্ঠানিক কার্যক্রম চালু রয়েছে। আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ও আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল-সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রায় সকল আলেম এই প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন করে সুন্দর পরামর্শ দিয়ে প্রতিষ্ঠান এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন।

প্রতিষ্ঠাতা ও পরিচালক:
মাওলানা জিয়াউল হক (

দাওরায়ে হাদিস (মুমতাজ)
কামিল হাদিস (প্রথম শ্রেণি)
এম.এ. (প্রথম শ্রেণি)

প্রতিষ্ঠাকাল: ১৪৪০ হিজরি, ২০১৮ ইসায়ি, ১৪২৫ বঙ্গাব্দ

লক্ষ্য ও উদ্দেশ্য:
ইসলামি ও জাগতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা। ইসলামি মূল্যবোধের আলোকে শিক্ষার্থীদের সুপ্ত বহুমুখী প্রতিভার বিকাশ ঘটানো। ইসলামের বিশুদ্ধ আকিদা, সভ্যতা-সংস্কৃতি ও ইতিহাস- ঐতিহ্য সম্পর্কে যথার্থ জ্ঞান দান করার পাশাপাশি তাদের অন্তর ইসলামি আলোয় দীপ্তিমান করা। সর্বোপরি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনই চূড়ান্ত লক্ষ্য ও উদ্দেশ্য।

শিক্ষাবোর্ড:
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড)
ইলহাকী নম্বর: ৭/২৩৪৮

শিক্ষক-কর্মচারী: ৪৭ জন

শিক্ষার্থী: প্রধান শাখায় ২৫০জন, মহেশখালী শাখায় ৬৫০জন, রামু শাখায় ৩০০জন

উল্লেখযোগ্য অর্জন সমূহ:
দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল Channel24 ও NEWS24 কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন
প্রতিযোগিতায় যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানারআপ এবং কক্সবাজার জেলা হুফফাজুল কুরআন সংস্থা কর্তৃক আয়োজিত জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় একাধিকবার ১ম স্থান অর্জন। উল্লেখ্য যে, গতবছর বেফাকের অধীনে অনুষ্ঠিত ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় সারাদেশে ১ম স্থান ও ২য় স্থান অধিকার করার গৌরব অর্জন করে। এছাড়াও আরবি, বাংলা ও ইংরেজি সাহিত্যের জেলাভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।

সর্বশেষ মা’হাদ আন-নিবরাসের সাফল্যডানায় যুক্ত হয়েছে নতুন পালক— সৌদিআরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৩তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের সাড়াজাগানো ক্ষুদে কারি, একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজে কুরআন, মা’হাদ আন-নিবরাস হতে শবিনাখতমের মাধ্যমে হিফজ সম্পন্নকারী হাফেজ মুশফিকুর রহমান ৪র্থ স্থান অর্জন করেছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.