জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে লাকসামে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে লাকসাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ঐতিহ্যবাহী উত্তরদা উচ্চ বিদ্যালয়–এর সুযোগ্য ও সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইদ্রিস মিয়া।

শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের সততা, নিষ্ঠা ও আন্তরিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই তিনি এ সম্মাননা অর্জন করেছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এই সাফল্যে উত্তরদা উচ্চ বিদ্যালয় পরিবারসহ স্থানীয় শিক্ষানুরাগী ও এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, জনাব ইদ্রিস মিয়া তাঁর মেধা, দক্ষতা ও নৈতিকতার মাধ্যমে ভবিষ্যতেও বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবেন এবং শিক্ষার গুণগত মান আরও এগিয়ে নেবেন।

এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *