
লাকসাম প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ (উপজেলা পর্যায়) এবং ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬–এর বিভিন্ন ইভেন্টে অসাধারণ সাফল্য অর্জন করেছে গণ উদ্যোগ স্কুল এন্ড কলেজ। শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া—সব ক্ষেত্রেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন গণ উদ্যোগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রণজিৎ চন্দ্র দাশ। একই সঙ্গে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
এছাড়া গার্লস গাইড কার্যক্রমে প্রতিষ্ঠানটি ব্যাপক সাফল্য অর্জন করেছে। শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস সাইফা (রোল–০২)। শ্রেষ্ঠ গার্লস গাইড গ্রুপ হিসেবে স্বীকৃতি পেয়েছে গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং শ্রেষ্ঠ গার্লস গাইড শিক্ষক নির্বাচিত হয়েছেন মাহবুবা আক্তার, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)।
বক্তৃতা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা একের পর এক প্রথম স্থান অর্জন করে। উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেন রোকেয়া সিদ্দিকী (১০ম শ্রেণি, রোল–০৩) এবং নির্ধারিত বক্তৃতায় প্রথম স্থান অর্জন করেন ফাহমিদা আলমগীর (একাদশ শ্রেণি, রোল–২১৬)।
সাংস্কৃতিক ইভেন্টে অভিনয়ে প্রথম স্থান অর্জন করেন শিরিনা আক্তার (একাদশ শ্রেণি, রোল–৬২১)। জারি গান ও বাংলা রচনায়ও প্রথম স্থান অর্জন করেন শিরিনা আক্তার ও তাঁর দল। হামদে প্রথম স্থান অর্জন করেন তাহমিনা আক্তার (দ্বাদশ শ্রেণি, রোল–৫৮৬)। ইংরেজি রচনায় প্রথম স্থান অর্জন করেন ইশরাত জাহান (একাদশ শ্রেণি, রোল–২২৪)। বাংলা কবিতায় প্রথম স্থান অর্জন করেন নুছাইবা আক্তার (একাদশ শ্রেণি, রোল–২০৩)। দেশের গানে প্রথম স্থান অর্জন করেন সাদিয়া আক্তার (একাদশ শ্রেণি, রোল–৬৭২) এবং নজরুল সংগীতে প্রথম স্থান অর্জন করেন মারুফা আক্তার (একাদশ শ্রেণি, রোল–৬৬২)।
ক্রীড়া প্রতিযোগিতায়ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা কৃতিত্ব দেখিয়েছে। ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান, ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান এবং ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করেন উম্মে হাবিবা (অষ্টম শ্রেণি, রোল–৫১)। উচ্চ লম্পে প্রথম স্থান অর্জন করেন মিথিলা (নবম শ্রেণি, রোল–৭৬)। ২০০ মিটার দৌড়ে ছোট দলে তৃতীয় স্থান অর্জন করেন রাবেয়া আক্তার (অষ্টম শ্রেণি, রোল–১০৮)। বর্শা নিক্ষেপে তৃতীয় স্থান অর্জন করেন সুবর্ণা আক্তার স্মৃতি (অষ্টম শ্রেণি, রোল–৭৫) এবং দড়ি লাফে তৃতীয় স্থান অর্জন করেন ফারিয়া আহমেদ তাবাচ্ছুম (অষ্টম শ্রেণি, রোল–৬৯)।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় একক ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সুবর্ণা আক্তার স্মৃতি (অষ্টম শ্রেণি)। দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হন সুবর্ণা আক্তার স্মৃতি ও মাহিনুর আক্তার (অষ্টম শ্রেণি)।
প্রতিষ্ঠানের এই সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি প্রকাশ পেয়েছে। অধ্যক্ষ রণজিৎ চন্দ্র দাশ এই সাফল্যের জন্য শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
