জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্তরজাতীক আন্তর্জাতিক জাতীয় পরিবেশ
শেয়ার করুন...

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনে যোগদান শেষে শুক্রবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইটে হযরত শাহজালাল ( রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার সকালে গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে মন্ত্রীপরিষদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য যে গত সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে দুই দিনের যাত্রাবিরতি শেষে ১৯ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্ক পৌঁছান তিনি। সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে তিনি নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক’ শীর্ষক একটি ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। সেখানে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ অনুষ্ঠানের সঞ্চালক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তাকে ‘জুয়েল ইন দ্য ক্রাউন অব দ্য ডে’ হিসেবে উল্লেখ করেন যা বাংলাদেশের জন্য গৌরবের।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.