সুনামগঞ্জ)দিরাই-শাল্লা প্রতিনিধি:তৌফিকুর রহমান তাহের
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুনামগঞ্জ২ দিরাই-শাল্লা জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন আওয়ামী লীগের সাবেক উপজেলার চেয়ারম্যান, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ আল-আমীন চৌধুরী। মনোনয়ন নিশ্চিতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে দিরাই-শাল্লার আনন্দ মিছিল বের করে স্থানীয় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ভক্তরা। আনন্দে উদ্বেলিত হয়ে দিরাই-শাল্লার রাস্তায় পথচারীসহ মিষ্টি খাওয়ানো শুরু করেন।
দলীয় সুত্রে জানা যায়, আসন্ন সুনামগঞ্জ দিরাই-শাল্লা সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি হিসাবে কেন্দ্রীয় কমিটির কাছে মনোনয়ন জমা দেন যারা, আব্দুল্লাহ আল মাহমুদ আল-আমীন চৌধুরী,ড.জয়া সেনগুপ্তা, এড.অবনী মোহন দাস,অনুকূল তালুকদার ডাল্টন, মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট শামছুল ইসলাম,ড.সামছুল ইসলাম চৌধুরী, প্রদ্যুৎ কুমার তালুকদার, সবীর নন্দী দাস,এডভোকেট,রিপা সিনহা, তানবীর তুলি প্রমূখ। নামের তালিকা প্রেরণ করে জেলা আওয়ামীলীগ। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আব্দুল্লাহ আল মাহমুদ আল-আমীন চৌধুরী নাম ছিল দিরাই-শাল্লাবাসীর চোখে মুখে। আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আল-আমীন চৌধুরী দলীয় মনোনয়ন দেয়ার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলে কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানাতে থাকে। এভাবে দিরাই শাল্লার প্রানের দাবিতে পরিনত হয় আল-আমিন চৌধুরীর নাম। যার ফল হিসাবে রবিবার দুপুরের দিকে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে আসন্ন দিরাই-শাল্লার দলীয় প্রার্থীর নামের তালিকায় আব্দুল্লাহ আল মাহমুদ আল-আমীন চৌধুরীর নাম থাকায় দিরাই-শাল্লার আনন্দে আাত্মহারা হয়ে উঠেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
এবিষয়ে,বিভিন্ন নেতাকর্মী সমর্থকদের জিঞ্জেস করলে বলেন,বিগত উপজেলা চেয়ারম্যান থাকাকালীন ব্যাপক উন্নয়ন বাস্তবায়ন করার জন্য যথেষ্ট কাজ করেছেন। বর্তমানে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে গেছেন।
সাবেক,১নং আটগাঁও ইউনিয়ন এর সাবেক সভাপতি জনাব মোঃ আজব আলী বলেন,স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে জনাব,আল-আমীন চৌধুরী বিকল্প নেই,বলে জানান তিনি।