জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন পরিকল্পনা প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা এবং স্থানীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি ও স্থানীয় নেতৃত্বে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য পৌরসভা পর্যায়ে একটি “উপদেষ্টা কমিটি” গঠন করা হয়েছে। পৌরসভায় পর্যায়ে উপদেষ্টা কমিটি গঠনের লক্ষ্য হল- কমিউনিটি (নিন্ম আয়ের কমিউনিটি) পর্যায়ে প্রকল্পের কাজের তদারকি করা, কৌশলগত দিকনির্দেশনা প্রদান করা এবং অংশগ্রহণমূলক স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা ও স্মার্ট সিটি বিনির্মাণে সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা।
৩০ ডিসেম্বর ২০২৪ রোজ সোমবার সকাল ১১ টায় লাকসাম পৌরসভা কনফারেন্স হলে গ্লোবাল সেন্টার অন এডাপটেশন এর অর্থায়নে এবং সেইভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর আয়োজনে উপদেষ্টা কমিটির একটি সভা অনুষ্টিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। তিনি বলেন,লাকসামে যেই সমস্যাটা সবচেয়ে বেশি সেটি হলো জলাবদ্ধতা, অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। কারন লাকসামকে একটা সময় পুকুরের শহর বলা হতো, কিন্তু বর্তমানে লাকসামে অনেকগুলি পুকুর ভরাট করে বিভিন্ন ঘর বাড়ি তৈরি হয়েছে,যা জলবায়ু পরিবর্তনে ব্যাপক একটি প্রভাব পেলেছে এবং যে কোন দূর্যোগে ক্ষতির পরিমাণটা বৃদ্ধি করেছে। তাই এখন থেকে পুকুর ভরাট করে কোন স্থাপনা নির্মানে অনুমতি দেওয়া হবে না বলে জানান। বর্জ্য ব্যবস্থাপনা (বর্জ্য আলাদা করা), প্লাস্টিক রিসাইকেল, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন সহ বেশকিছু উন্নয়নমূলক কার্যক্রম লাকসাম পৌরসভায় দরকার- তাই পিপলস অ্যাডাপটেশন প্ল্যান করার সময় এই বিষয়গুলো যুক্ত করতে বলেন। এছাড়া সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, স্থানীয় যুব সংগঠন এবং সম্প্রদায় প্রতিনিধি সকলকে এক হয়ে কাজ করতে বলেন। উপদেষ্টা কমিটির সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতে বলেন এবং প্রকল্প বাস্তবায়নে পৌরসভা থেকে সকল ধরনের সহযোগিতা করবেন বলে জানান।
সেইভ দ্য চিলড্রেন এর ইমপ্লিমেন্টেশন কো-অর্ডিনেটর আশফাকুর রহমান আশার সঞ্চালনায় উক্ত সভায় পৌরসভার হিসাবরক্ষক ও ভারপ্রাপ্ত পৌরনির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকের হোসাইন, লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ডা: মো: আল ইমরান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার উপন্যাস চন্দ্র দাস, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, লাকসাম ফায়ার সার্ভিস এর সিনিয়র স্টেশন অফিসার – মোহাম্মদ কবিরুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি সেলীম চৌধুরী হীরা, যুব প্রতিনিধি এবং কমিউনিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।