জনপ্রতিনিধিহীন পলাশবাড়ী পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতায় টিকে আছে প্রশাসনিক কার্যক্রম

আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ-
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় দীর্ঘদিন নির্বাচিত জনপ্রতিনিধি না থাকা সত্ত্বেও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন। প্রশাসকের অনিয়মিত উপস্থিতির মধ্যেও তারা পৌরসভার বিভিন্ন দাপ্তরিক ও জনমুখী কর্মকাণ্ড সুশৃঙ্খলভাবে চালিয়ে যাচ্ছেন, যা স্থানীয় জনগণের কাছে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে প্রতীয়মান হয়েছে।

পৌর এলাকার সেবা প্রদান, পরিচ্ছন্নতা রক্ষা, উন্নয়নমূলক কাজ তদারকি এবং দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখতে কর্মকর্তা ও কর্মচারীদের সক্রিয় ভূমিকা পলাশবাড়ীর পৌর বাসিন্দাদের কাছে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

তবে স্থানীয়দের একটি অংশ মনে করেন, নির্বাচিত প্রতিনিধি না থাকায় উন্নয়ন পরিকল্পনা ও এলাকার সমস্যার সমাধানে কিছু ধীরগতি দেখা যায়। আবার অনেকে কর্মকর্তাদের নিয়মিত কাজের প্রশংসা করেন। স্থানীয়দের মতে, জনস্বার্থে তাদের এই নিষ্ঠাবান ও পেশাদার কর্মকৌশল বিশেষভাবে সম্মান ও কৃতজ্ঞতার দাবিদার।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *