সাগর মোড়ল, তালা থেকেঃ কলেজ ছাত্রীকে ধর্ষণ মামলায় পলাতক আসামি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৫ মে) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
পিবিআই খুলনার পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুসফিকুর রহমান বরখাস্তেরর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, পরিদর্শক মাসুদ পলাতক ও মামলার আসামি হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
গত ১০ মে মঙ্গলবার মাসুদের সঙ্গে ওই কলেজছাত্রীর ফেসবুকে পরিচয় হয়। তখন মেয়েটি তার ছবি অন্য একটি আইডি থেকে ফেসবুকে প্রকাশ হয়েছে বলে, মাসুদের কাছে ফেসবুকের নিরাপত্তা বিষয়ে জানতে চায়। তখন থেকে মাসুদের সহিত কলেজ ছাত্রীর নিয়মিত কথা হত। একপর্যায়ে রোববার দুপুরে ওই ছাত্রীকে ফেসবুকে নিরাপত্তা শেখাতে ডেকে নিয়ে এসে মাসুদ ধর্ষণ করে। পরে মেয়েটিকে হুমকি-ধমকি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তিতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।
এর আগে মাসুদ কর্মরত ছিলেন সাতক্ষীরা জেলার তালা থানার তদন্ত পরিদর্শক পদে। তার আগে ছিলেন খুলনার তেরখাদা থানার এসআই হিসেবে। এই দুই থানায় কর্মরত থাকা অবস্থায়ও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি ,নিজে দাড়িয়ে থেকে অন্যর জমি দখল করিয়ে দেওয়া সহ থানা এলাকা জুড়ে চাঁদাবাজি করার অভিযোগের সত্যতা মিললে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খুলনা কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সেখানেও নারী কেলেঙ্কারীতে জড়িয়েছেন বলে সত্যতা পাওয়া গিয়েছে।
পিবিআই খুলনাতে কর্মরত পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হাসান মাসুদের বিষয়ে খোজঁ নিয়ে জানাযায়, তিনি তালা থানায় ১৬ সালের নভেম্বার মাস হতে ১৭ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ওসি তদন্ত থাকাকালীন এক ছাত্রী বিষপানে আতœহত্যার বিষয়ে একজন শিক্ষক কে জড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করেন। এবং সেই শিক্ষকের কাছ হতে ২ লক্ষ ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। উক্ত চাঁদার টাকা ওসি তদন্তকে দিতে নিষেধ করায় এলাকার যুবসংহতির নেতা বাহরুল ইসলামকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এমনকি নিরীহ বাহারুলের নামে কয়েকটি মিথ্যা মামলা দিয়ে দেওয়া হয়। শুধু মাত্র এমন জঘন্য কাজ করে ক্ষ্যান্ত হননি এই মাসুদ। তিনি নিজে দাড়িয়ে থেকে তালা অদূরে অবস্থিত শাহাপুর গ্রামের দীর্ঘ বছরের দখলীয় জমি মোটা টাকার বিনিময়ে অন্য পার্টির কাছে দখল বুঝে দেওয়া চেষ্টা করেন। এই সময় তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম দখল কার্যক্রমের ছবি তুলায় তাকে একটি চাঁদাবাজি মামলায় আসামী করেন এই মাসুদ। এমনকি উক্ত জমি দখল করিয়ে দেওয়ার জন্য প্রতিপক্ষ পার্টির মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক ও মোটা অংকের চাঁদা আদায় করেছেন বলে জানাযায়। পরে এই মাসুদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হলে তাকে কোলোজ করা হয়।
পিবিআই খুলনার এসপি সৈয়দ মুসফিকুর রহমান জানান, সিসি ক্যামেরার ফুটেজে পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদ এবং ওই ছাত্রীকে একত্রে ওই বাড়িতে যাওয়া এবং অনেক পরে বের হয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ওই তরুণী এর আগেও পিবিআই অফিসে মাসুদের সঙ্গে দেখা করেছিলেন। সেদিন ওই বাসা থেকে এক সেট অতিরিক্ত পোশাকও নিয়ে গিয়েছিলেন তিনি।