চৌদ্দগ্রামে রহস্যজনক ২ লাশ উদ্ধার

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাহীন আলম,
কুমিল্লার চৌদ্দগ্রামে রহস্যজনক ২টি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে থানা পুলিশের পৃথক দু’টি টিম ঘটনাস্থলে পৌঁছে এ লাশ দু’টি উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে ভাইয়ের সাথে অভিমান করে শুক্রবার রাতে সাদিয়া আক্তার (১৬) নামে দশম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন বৈদ্দেরখীল গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আমিন মিয়ার মেয়ে ও চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার দশম শ্রেণির ছাত্রী ও ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়া শুক্রবার রাত আনুমানিক ১১টায় পরিবারের সাথে অভিমান করে সকলের অগোচরে নিজবসত বাড়ীর নির্মাণাধিন নতুন বিল্ডিং ঘরের একটি রুমে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁছিয়ে সিলিং ফ্যানের হুকের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। শনিবার সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় সাদিয়াকে দেখতে পেয়ে দরজা ভেঙ্গে তার নিথর দেহ উদ্ধার করে। সংবাদ পেয়ে শনিবার সকাল সাড়ে নয়টায় চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার এসআই আলমগীর হোসেন ও থানার এসআই সাইদুল হক সঙ্গীয় ফোর্স সহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শেষ খবর পাওয়া পর্যন্ত ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতের মায়ের সাথে কথা বলে থানায় অপমৃত্যর মামলা দায়ের করা হয়েছে।’ এদিকে বাড়ীর পাশের ধানক্ষেত থেকে ইব্রাহিম খলিল (৩৫) নামে এক মুরগী ফার্ম মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার উজিরপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আলী মিয়া বেপারীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা। থানা সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই নাজিম উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। পরে পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত ইব্রাহিম খলিলের স্ত্রী রাবেয়া বেগম বলেন, ‘শুক্রবার রাত বারটায় গ্রামের একটি বিয়ে বাড়ী থেকে এসে আমার স্বামী (ইব্রাহিম খলিল) ঘরে ঘুমিয়ে পড়েন। রাত একটায় জেগে মাছ শিকারের উদ্দেশ্যে বাড়ীর পাশের ধানক্ষেতে যান তিনি। এরপর রাত আনুমানিক ২টায় আবার ঘরে ফিরে আসেন। ফজরের সময় তিনি নামাজ পড়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। সকালে পাশের বাড়ীর আব্দুল খালেক এর স্ত্রী হাসিনা বেগম ভোরে হাঁটতে বের হলে রাস্তার পাশের ধানক্ষেতে আমার স্বামীকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে বাড়ীর লোকজন বের হয়ে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসে। স্থানীয়রা শিবের বাজারের অহিদ ডাক্তারকে ডেকে আনলে তিনি তাকে মৃত ঘোষনা করেন।’ এ বিষয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের দাবির প্রেক্ষিতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.