চু‌রি, ডাকা‌তি ছিনতাই ও বি‌ভিন্ন অপরাধ প্রতিরোধে কচুয়ার র‌হিমানগর মতবিনিময় সভা

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কচুয়া,চাঁদপুর সংবাদদাতাঃ
চাঁদপুরের কচুয়া র‌হিমানগরে চুরি,ডাকাতি,ছিনতাই ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে ও র‌হিমানগর বাজা‌রে যানযট নিরসন রোধক‌ল্পে বুধবার র‌হিমানগর বাজার শাহজালাল শ‌পিং কম‌প্লেক্সের সামনে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
র‌হিমানগর বাজার কমিটির সভাপতি ও কড়ইয়া ইউ‌নিয়‌নের চেয়ারমান আব্দুস সালাম সওদাগ‌রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।
কচুয়া থানার এসআই দেলোয়ার হোসেন রাজীবের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন,ট্রা‌ফিক ই‌ন্সপেক্টর এসএম কামরুল হাসান, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, দ‌ক্ষিন গোহট ইউ‌পি চেয়ারম‌্যান আ‌মির হো‌সেন,গোহট উত্তর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান ক‌বির হো‌সেন,আশ্রাফপুর ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান রেজাউল মাওলা হেলাল,কচুয়া সিএন‌জি মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি কাউ‌ন্সিলর মাসুদুল আলম,সাংবা‌দিক ম‌ফিজুল ইসলাম বাবুল,উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক এসমএম জা‌কির হো‌সেন,ইউ‌পি সদস‌্য জ‌হির মোল্লা প্রমূখ।
এসময় র‌হিমানগর বাজার ব‌্যবসায়ী,জনপ্রতি‌নিধি,সাংবা‌দিক ও এলাকার গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গগন উপ‌স্থিত ছি‌লেন ।

ছবি: কচুয়ায় বিভিন্ন অপরাধ প্রতিরোধে মতববিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.