চিলমারীতে মাসুম নামের এক যুবকের আত্মহত্যা 

আইন-অপরাধ আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ফকিরেরকুঠি এলাকায় বাঁশ ঝাড়ের ভিতরে, সোনালুগাছের ডালে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করেছে মাসুম (৩৬) নামের এক যুবক। শনিবার (১ফেব্রুয়ারি) ভোর বেলায় উপজেলার ফকিরের কুটি এলাকায় এ ঘটনা ঘটেছে। মাসুম মিয়া ঐ এলাকার সাদেক আলীর পুত্র বলে জানা যায়। যুবক মাসুম মিয়া বসত বাড়ির পাশে বাঁশের ঝাড়ের ভিতরে, সোনালুর গাছে ডালের সাথে গলায় মাফলার ও লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। স্থানীয়রা বলছেন, মাসুম মিয়ার দুই বউ আছে। এক বউ ঢাকায় থাকেন আর এক বউ গ্রামের বাড়িতে থাকেন। তাদের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসিতেছে বলে জানা যায়। এরই জের ধরে গতকাল তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। এরপর রাতে বাড়ির পাশের এক বাঁশ ঝাড়ে গাছের ডালে মাফলার এবং লুঙ্গি একসাথে পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, পারিবারিক ঘটনার জের ধরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মৃত ব্যক্তির মামা বাদী হয়ে থানায় ইউডি মামলা করবেন বলে জানা গেছে। এর পরিপেক্ষিতে আত্মহত্যার সত্যতা পাওয়া গেলে, আমরা তখন   মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে দিব জানান তিনি। 


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.