চিলমারীতে চরে হঠাৎ টর্নেডো 

আবহাওয়া আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুর নদের বালুর চরে হঠাৎ এক বিশাল ধূলিঝড় দেখা গেছে। এসময় চরের ধুলো ওপরে উঠে মেঘের সঙ্গে মিশে যায়। এতে গর্তের সৃষ্টি হয়েছে চরের মধ্যে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে।
রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতি চরে এ ঝড় দেখতে পান, রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয়রা এটিকে ‘বাওকুড়া’ (টর্নেডো) বলেন। শাখাতির চরের স্থানীয় বাসিন্দা রহমত আলী, গাজি রহমান বলেন, চরে মাঝে মধ্যে ছোট ছোট বাওকুড়া বা ধূলিঝড় দেখা যায়। তবে এত বড় ধূলিঝড় গত পাঁচ বছরে দেখা যায় নি। মাটিতে থাকা গাছের ডাল-পাতা যা থাকে তা উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়ি-ঘরের  অনেক ক্ষতি হয় বলে জানান তারা। 


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.