চিলমারীতে আওয়ামী লীগের ৩নেতা গ্রেফতার

আইন-অপরাধ আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার (৩ মার্চ) দিনভর অভিযান চালিয়ে, তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান। গ্রেপ্তারকৃতরা হলেন, রানীগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগের সহঃ সভাপতি ও ঐ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুনায়েম হোসেন সরদার (৫৫), ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রায়হানুল ইসলাম বিজু (৫০), এবং থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের ইউপি সদস্য হাফিজুর রহমান (৩৭)। পুলিশ জানায়, পতিত আওয়ামী লীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ জোগানদাতাসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতে অভিযান অব্যাহত রয়েছে। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশাহেদ খান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করা হয়েছে। এবং তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.