দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের ৩নং ওয়াডের অমরপুর গ্রামের ভ্যান চালক খর্গমোহন রায়ের একমাত্র শিশু পুত্র বিপ্লব চন্দ্র রায় (১০) এর হার্ডে ছিদ্র হয়ে চিকিৎসাধীন । দিনানিপাত বাবার রোজগারের জন্য একটি ভ্যান ও বসবাসের জন্য বসত ভিটে ছাড়া কিছুই নেই। ছেলের উন্নত চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। দুঃসময়ে তাদের পাশে দাড়ায় চিরিরবন্দর রিক্সা ভ্যান শ্রমিক কল্যান ফাউন্ডেশন৷ তারা বিপ্লবের চিকিৎসা জন্য ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং আব্দুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিম সরকার ও সাধারন সম্পাদক মোখলেছুর রহমান বাবু, চিরিরবন্দর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যান ফাউন্ডেশনের সভাপতি আব্দুল খালেক প্রমূখ।