চাখার সরকারি ফজলুল হক কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

আরো বরিশাল শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় ১৯৪০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী চাখার সরকারি ফজলুল হক কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ বদরুন্নাহারের সভাপতিত্বেঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী,কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব,বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত লাল কুন্ডু প্রমুখ। সহকারি অধ্যাপক সাইফুল্লাহ ইবনে আদম ও সহকারি অধ্যাপক হ্যাপি রাণী দের প্রাণবন্ত সঞ্চালনায় এছাড়াও বক্তৃতা করেন নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক ও কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড.জসিম উদ্দিন,কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মেহেদী হাসান ও তানজিল, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ইমা জাহান রিয়া,নবীন শিক্ষার্থী অধরা আক্তার সুমাইয়া প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে নবীন বরণ অনুষ্ঠান শুরুর পূর্বে সংসদ সদস্য মো. শাহে আলম কলেজের নবনির্মিত ৬তলা বিজ্ঞান ভবনের উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাষ্টার সিদ্দিকুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম, চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মিলন প্রমুখ। ###


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.