
মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক নির্বাচনী জনসভার আয়োজন করেছে। গতকাল ২৬ জানুয়ারি সোমবার বিকাল ৩টা থেকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি হাইস্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের আমীর হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলাম। জনসভায় চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর-০৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুল। নির্বাচনী জনসভায় আরোও বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনের এমপি পদপ্রার্থী জননেতা ড. মাওলানা কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক মোহাঃ লতিফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠ মুখরিত হয়ে ওঠে।
