চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার, শ্যামল গ্রেফতার

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ১৩০ গ্রাম হেরোইন ও নগদ অর্থ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি। সোমবার (২৮ এপ্রিল) সকালে পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গেস্খফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে শ্যামল রবিদাস (২৮)।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বাধীন একটি চৌকষ আভিযানিক দল সোমবার সকাল ৮ টায় পৌর এলাকার মিস্ত্রীপাড়ায় বাবুর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভাড়াটিয়া শ্যামলের ঘর থেকে নিষিদ্ধ মাদক ১৩০ গ্রাম হেরোইন এবং নগদ ৬৩ হাজার ৪ শত ১০ টাকা ও হেরোইন পরিমাপক যন্ত্র উদ্ধারসহ শ্যামলকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.