
হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ
সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে প্রতিবাদে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আজ বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে সর্বস্তরের জনগণের ব্যানারে আরামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনের সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির পৌর বায়তুল মাল সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, এনসিপি’র সমন্বয়ক সুমন শেখ, যুগ্ম সমন্বয়ক আনোরুল কবীর সোহাগ, সদস্য রফিকুল ইসলাম মাস্টার, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলনের সভাপতি আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও. আনিসুর রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম, সহসভাপতি মাও. খোরশেদ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, সংগঠক সাইদুর রহমান, আসাদুজ্জামান নুর ও সদস্য মাওলানা রাকিবুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ওপর অব্যাহত চাঁদাবাজি, দমন-পীড়ন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অবিলম্বে বন্ধ ও প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম জোরালো করতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
উপস্থাপনায় ছিলেন মাও. সাবিত হোসেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের লোকজন অংশ নেন।