চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে নৌকা মার্কার গণজোয়ার

আরো করোনা আপডেট চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

এম.এম কামাল।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। চাঁদপুর-২ আসনে (মতলব উত্তর-মতলব দক্ষিণ) ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম (নৌকা), জাতীয় পার্টি মনোনীত এমরান হোসেন মিয়া (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী এম. ইসফাক আহসান (ঈগল), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত শাহ মোঃ মনির হোসেন বেপারী (একতারা) ও সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত হাছান আলী শিকদার (মশাল)।
নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীরা কর্মী-সমর্থকদের নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরছেন। আবার কেউ কেউ নির্বাচনী ক্যাম্প ও অফিস তৈরি করে মাইকিংসহ প্রচারণায় ব্যস্ত । সরগরম নির্বাচনী এলাকা। পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। ভোটাররা ভাবছেন কাকে ভোট দিবেন। তবে নির্বাচনী ভোটের মাঠে প্রচার-প্রচারণা, গণসংযোগ ও উঠোন বৈঠকে এগিয়ে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। এমন মন্তব্য করেছেন নির্বাচনী এলাকার সাধারণ ভোটার। নির্বাচনী এলাকার দুটি উপজেলায় নৌকা মার্কার গণজোয়ার বইছে। বাংলাদেশ আওয়ামী লীগের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক সকল পেশার মানুষ চায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে। নির্বাচনী এলাকার কর্মী সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, উন্নয়ন বলতে আমরা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে বুঝি। এ এলাকায় আমরা নৌকা ছাড়া কিছুই বুঝি না। সবমিলিয়ে এ নির্বাচনী এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মায়া ভাইয়ের কোনো বিকল্প নেই। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে এ আসনটি উপহার দিবো। নির্বাচনী এলাকার পাড়া-মহল্লাসহ বিভিন্নস্থান ঘুরে এ চিত্রই তুলে ধরেছেন নবীন-প্রবীণ ভোটাররা। মিছিলে মিছিলে এবং উঠোন বৈঠকে গণজোয়ার সৃষ্টি করেছেন নৌকা মার্কার কর্মী ও সমর্থকরা
এ নির্বাচনী এলাকাটি দুটি উপজেলা নিয়ে গঠিত। একটি মতলব উত্তর ও অপরটি মতলব দক্ষিণ। এর মধ্যে মতলব উত্তরে একটি পৌরসভা (ছেংগারচর পৌরসভা) ও ১৪টি ইউনিয়ন। মতলব দক্ষিণে দুটি পৌরসভা (মতলব পৌরসভা ও নবঘোষিত নারায়ণপুর পৌরসভা) ও ৫টি ইউনিয়ন। সংসদীয় আসন ২৬১ চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনী এলাকায় মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৫শ’ ২৩ জন এবং নারী ভোটার ২ লাখ ২৮ হাজার ৫শ’ জন। হিজড়া ভোটার ২ জন। এ নির্বাচনী এলাকার মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪২টি। এর মধ্যে মতলব দক্ষিণে ৫৭টি ও মতলব উত্তরে ৮৫টি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.