এম.এম কামাল।। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির- ২ এর সদর দপ্তরে ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতি বোর্ড সভাপতি মোঃ আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শেখহাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুৎ সাশ্রয় করি সমৃদ্ধ উন্নত দেশ গড়ি এই স্লোগানকে সামনে রেখে, বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দিনব্যাপী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও সমিতির বোর্ড গঠন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) অজয় কুমার চক্রবর্তীর বাণী পাঠ করেন।
বার্ষিক প্রতিবেদন পাঠ করা হয় এবং জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ এর জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ রাশেদুজ্জামান আয় ব্যয়ের হিসাব (কোষাধ্যক্ষের প্রতিবেদন) পাঠ করেন, কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুক।
২০২৩ সালের আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সেচ ও দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্ছ বিল প্রদানকারীদের মধ্যে লটারীর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও সমিতির নিয়মিত বিল পরিশোধকারী উপস্থিত গ্রাহকদের (রেজিষ্ট্রেশনের ভিত্তিতে) লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
এসময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌঃ মোঃ রাশেদুজ্জামান, ডিজিএম ফরিদগঞ্জ জোঃঅঃ প্রকৌশলী মোঃ কামাল হোসেন, ডিজিএম (কারিগরি) সদর প্রকৌ. ইউসুফ আলী, ডিজিএম মতলব (দঃ) জোঃঅঃ মোঃ সহিদুল ইসলাম, ডিজিএম মতলব (উঃ)জোঃঅঃ মোঃ শামছু উদ্দিন, এজিএম (এমএস) মালিক মোঃ ইয়াহিয়া, এজিএম (ওএডএম)আসীর ইনন্তেসার, এজিএম (ওএডএম)মিফতাহ উদ্দিন,
এজিএম (ওএডএম) হাফিজুর রহমান, এজিএম (ওএডএম) রায়হানুল ইসলাম, এজিএম (ইউন্ডসি)মোঃ সাহাবুদ্দিন, এজিএম (আইটি১) মোঃ সোহাগ মিয়া, এজিএম ( অর্থ) জোবায়ের হোসেন,
এজিএম (ওএন্ডএম) ফরিদগঞ্জ জোঃ অঃ মোঃ নাজির উল্লাহ, এজিএম (প্রশাসন) মোঃ মনিরুজ্জামান, এজিএম (ওএন্ডএম) মতলব ( দঃ) জোঃ অঃ রোকসানা আক্তার, সমিতি পরিচালনা বোর্ডের সহ-সভাপতি এলাকা পরিচালক মোহাম্মদ আলীম রেজা, সচিব এলাকা পরিচালক ফরিদ আহমেদ, মোঃ ওমর ফারুক, মোহাম্মদ নুরুল হক মিয়া, মোঃ নুরুন্নবী পাটওয়ারী, মোঃ মাকসুদ পাটওয়ারী, এম.এ মালেক, মোঃ মুকবুল হোসেন, আয়েশা সিদ্দিকা, ফরিদা ইয়াছমিন, মোঃ হাবিবুর রহমান, মোঃ আজমুল হোসেন সহ সমিতির পরিচালনা বোর্ড নেতৃবৃন্দ সহ-অন্যান্য অতিথিবৃন্দ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুর হাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার খান।