চাঁদপুর পদ্মা-মেঘনা নদীতে ৮৭ জেলে আটক কারেন্ট জাল ও ইলিশ জব্দ

আইন-অপরাধ আরো চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

এম.এম কামাল।। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌপুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলে আটক হয়েছেন। এর মধ্যে ৮৩ জেলেকে আটক করেছে নৌপুলিশ এবং ৪ জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কফোর্স।
বুধবার দুপুরে নৌপুলিশের অভিযানের তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি বলেন, আটক জেলেদের মধ্যে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, ৪ জেলেকে ১ হাজার টাকা করে জরিমানা, ১৪ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৩৮ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।
এছাড়া এ ঘটনায় মামলা হয়েছে ১৫টি, কারেন্ট জাল জব্দ হয়েছে ২০ লাখ মিটার, ইলিশ জব্দ হয়েছে ৪৫২ কেজি, মাছ ধরার নৌকা ২৭টি।
এদিকে সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানের তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তাদের অভিযানে ৪ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.