কচুয়া (চাঁদপুর) থেকেঃ কচুয়ায় ১১ কেজি গাঁজাসহ সাব্বিরহোসেন নামের মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রবিবার কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন এর নির্দেশেএসআই মো.নাজির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়েচাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রীছাউনী এলাকায় বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে ১১কেজি গাঁজাসহ তাকে আটক করে।
আটককৃত মাদক কারবারি সাব্বির হোসেন কুমিল্লা সদর থানার রামদুত গ্রামের মিজানুর রহমানের ছেলে।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোগদাদ বাসে তল্লাসি চালিয়ে গাঁজাসহতাকে আটক করা হয়।
আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতেরমাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।