চাঁদপুরের কচুয়ায় বিষ প্রয়োগে ১০ লাখটাকার মাছ নিধন

আইন-অপরাধ আরো চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার ভোররাতে উপজেলার ৬ নং কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে কাউছার আহমেদ মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটে। এতে ওই পুকুরের দেশীয় রুই,কাতল,তেলাফিয়া ও কাপজাতীয় ১০ লাখ টাকার মাছ নষ্ট করা হয়। এঘটনায় মৎস্য ব্যবাসায়ী কাউছার আহমেদ কচুয়া থানায় অজ্ঞাত নামা আসামী দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কচুয়া থানার অভিযোগ সূত্রে ও মৎস্য ব্যবাসায়ী কাউছার আহমেদ জানান, আমি দীর্ঘদিন ধরে প্রায় ২০ একর জমি ও পুকুর মিলে মাছ চাষ করে আসছি, কিছুদিন পূর্বে আমি কয়েকটি মাছের প্রজেক্ট সেচ দিয়ে মাছ ধরে পার্শ্ববতি পুকুরে মাছ রেখে দেই । ওই পুকুরে কে বা কাহার রবিবার ভোর রাতে কিটনাশক দিয়ে মাছ মেরে ফেলে । এতে আমার প্রায় ১০ লাখ টাকার মাছ নষ্ট হয়। আমার কারো সাথে কোন ধরনের শুত্রæতা নেই তবে যে বিষ প্রয়োগ করেছে সে জানতো আমি ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলাম ও আমার কোন প্রজেক্ট বেশি মাছ আছে সে পরিকল্পিত অুনযায়ী সে ওই পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছে। আমি এর সুষ্ঠ বিচার দাবী করছি। রবিবার দুপুরে অভিযোগ পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে এঘটনায় ওই ওয়ার্ডের মেম্বার কাউছার আলম বলেন, মৎস্য ব্যবাসায়ী কাউছার আহমেদ দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে । করোনাকালীন অনেক অসহায় মানুষকে সহযোগীতা করেছে ও কাউছার আমেদ এর মাছের প্রজেক্টে ২০ জন লোক কাজ করে তাদের পরিবারের সংসার চালাচ্ছেন। আমার জানামতে কাউছার সৎ লোক তাঁর মাছের প্রজেক্টে যারা বিষ প্রয়োগ করেছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে তাদের কঠিন শাস্তি দাবীজানাচ্ছি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *