চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন

আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “আইসো বাহে চর বাঁচাই” এই স্লোগানে চরের মানুষের জীবন-যাত্রারমান উন্নয়নের লক্ষ্যে, চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চর উন্নয়ন কমিটির আয়োজনে, চিলমারীর ব্রহ্মপুত্র নদের দুই তীরে পর্যায়ক্রমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণীর পেশার হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু বলেন, ‘কুড়িগ্রাম জেলার ৫৩ শতাংশ মানুষ হতদরিদ্র। জেলায় প্রায় ৮৫০ বর্গ কিলোমিটার চর রয়েছে। এই সব চরে সাত লক্ষাধিক মানুষ বসবাস করেন। চরের উন্নয়ন না হলে এসব মানুষের ভাগ্যের উন্নয়ন কখনো হবে না, বলে জানান তিনি। তিনি আরো বলেন, কুড়িগ্রাম হচ্ছে মঙ্গার পরীক্ষাগার। সবাই মঙ্গা নিয়ে নাড়াচাড়া করে, কিন্তু মঙ্গা মুক্ত হয় না। চর মন্ত্রণালয় না হওয়া পর্যন্ত চরের মানুষের উন্নয়ন হবে না। তাই চর মন্ত্রণালয় এখন সময়ের দাবি। আরও বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সদস্য সচিব এসএম আশরাফুল ইসলাম রুবেল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এ্যার্টনি জেনারেল সাইফুল করিম সুমন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারক ও আইনজীবী আজিজুর রহমান দুলু, কুড়িগ্রাম জেলা জজকোর্টের পিপি এ্যাডভোকেট বজলুর রশিদ, চিলমারী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল বারী সরকার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার শিরিন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজমুন নাহার বিউটি, চিলমারী চর উন্নয়ন কমিটি আহ্বায়ক আবু হানিফা, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সাবু, মনিরুল আলম লিটু, সদস্য সচিব ফজলুল হক প্রমূখ। মানববন্ধন শেষে চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল ঘাটে চরের মানুষের সাথে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবি নিয়ে বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.