চট্টগ্রামে নেক্সটজেন কারাতে চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির চমক!

আরো কুমিল্লা খেলা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেদিন চৌধুরী হীরা:
চট্টগ্রামের নেক্সটজেন কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ লাকসাম উপজেলা কারাতে একাডেমি তাদের excepcional পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়েছে। সেনয়ি মোঃ হারুন এবং রশিদ সুমন-এর সুযোগ্য নেতৃত্বে, লাকসামের তরুণ কারাতেকারা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে মোট ৫টি পদক অর্জন করেছে, যার মধ্যে রয়েছে ২টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ পদক।

এই চ্যাম্পিয়নশিপে লাকসাম উপজেলা কারাতে একাডেমির ছাত্রছাত্রীরা তাদের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং অসামান্য দক্ষতার প্রমাণ দিয়েছে। তাদের এই সাফল্য শুধু একাডেমির জন্যই নয়, লাকসাম উপজেলার জন্যও গর্ব বয়ে এনেছে।
সেনয়ি মোঃ হারুন এবং রশিদ সুমন তাদের ছাত্রদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, আমাদের ছাত্রছাত্রীদের এই পারফরম্যান্স সত্যিই প্রশংসার যোগ্য। তাদের dedication এবং কঠোর প্রশিক্ষণই আজ তাদের এই স্থানে পৌঁছে দিয়েছে। আমরা বিশ্বাস করি, এই সাফল্য তাদের ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

লাকসাম উপজেলা কারাতে একাডেমির এই জয় ক্রীড়া মহলে ব্যাপক সাড়া ফেলেছে। তাদের এই কৃতিত্ব স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং অন্যান্য তরুণদের কারাতে প্রশিক্ষণে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

চ্যাম্পিয়নশিপে পদক জয়ী সকল কারাতেকাকে এবং তাদের প্রশিক্ষকদের লাকসাম উপজেলাবাসী ও ক্রীড়াপ্রেমীরা অভিনন্দন জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *