চট্টগ্রামে করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

করোনা আপডেট চট্টগ্রাম পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১ হাজার ৩জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৯৫ শতাংশ। এর আগে গতকাল মঙ্গলবার (১৩ জুলাই) সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছিল ৯৫৫ জন। এসময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন।

জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারে ১টি ল্যাবে ২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৮৭ জন।
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১০ জন মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৮০০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫০৮ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ২৯২ জন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.