গোয়ালন্দে সড়ক সম্প্রসারণে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আইন-অপরাধ ঢাকা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ

গোয়ালন্দ মোড় হইতে গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক সম্প্রসারণের জন্য সড়কের উভয় পাশের ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ রাজবাড়ী।

বুধবার (৮ জুন) দিনব্যাপি এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা অঞ্চলের ষ্টেট এন্ড ল অফিসার অনিন্দিতা রায় এবং রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাওয়াজিশ রহমান।

রাজবাড়ী সওজ’র কর্মকর্তা আশরাফুল হামিদ বলেন, এর আগে ৩টি নোটিশ দিয়ে সতর্ক করা হলেও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে।

এ সময় গোয়ালন্দ পৌর জামতলা বাজারের রাস্তার পূর্ব পাশে থাকা দোকানদাররা অভিযোগ করে বলেন, তাদেরকে নোটিশ পাঠানো হয়নি। শুধু মাত্র অপর পাশের দোকানদারদের বলা হয়েছে, আমাদেরকে নয়।

এ সময় শহীদ শেখ নামে স্থানীয় এক প্রতিবন্ধী অভিযোগ করে বলেন, তার দুটি দোকানের শুধু ঝাপ বাইরে ছিল তারপরও তা জোর করে ভেঙে ফেলা হয়েছে। কিছুদিন আগে সওজ পরিমাপ করার সময় তার কাছে অর্থ দাবি করে যেটা না দেওয়ার ফলেই তার এই ক্ষতি করা হলো বলে তিনি দাবি করেন।

মুদি দোকানদার নয়ন সেক বলেন, আমার সংসারে ৫জন মানুষ। আমি একাই উপার্জন করি। এখন আমি আমার ছেলে মেয়েদের কি করে খাওয়াব।

চায়ের দোকানদার রুস্তম জানায়- পূর্বেও দুইবার আমার দোকান ঘর ভাঙ্গা হয়েছে। কোনমতো আবার শুরু করেছিলাম। এখন আবার ভাঙ্গা হলো। এখন কিভাবে সংসার চালাবো।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, এর আগে এ এলাকার ৯০জন অবৈধ দখলকারীকে দুইবার সময় দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে যারা দোকানপাট অপসারণ করেনি, আজকের অভিযানে তাদের অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত ৭০টি স্থাপনা ভাঙা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.