গোয়ালন্দে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আইন-অপরাধ আরো ঢাকা পরিবেশ বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী
আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ন ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিমূলক সভা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, উপজেলার আনছার, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিসের স্ব স্ব প্রধানগণ, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য সংগঠনের সভাপতি নির্মল চক্রবর্তী, সাধারণ সম্পাদক কোমল কুমার সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব সাহা দ্বিজেনসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় জানানো হয়, এ বছর গোয়ালন্দ উপজেলায় ২৩টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। এ বছর পূজা মন্ডপগুলোর কঠোর নিরাপত্তা জোরদার করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। এছাড়া সূর্যাস্তের আগেই প্রতিমা বিসর্জন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সভা শেষে গোয়ালন্দ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব ঘোষ বলেন, এ বছর জাঁকজমকপূর্নভাবে পূজা উদযাপনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। পূজা উদযাপনে উপজেলা প্রশাসনের দেয়া সিদ্ধান্ত মেনেই পূজা উদযাপন করা হবে।

এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্নভাবে উদযাপনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.