গোদাগাড়ীতে কষ্টি পাথর উদ্ধার

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দেখে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের ফেলে পালিয়ে গেছে চোরা-কারবারিরা।

সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে ভারতীয় সীমান্ত সংলগ্ন উপজেলার নিমতলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার হয়।

বিজিবির রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জাানিয়েছে, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটি কষ্টি পাথরের তৈরী। এটির ওজন ১০২ কেজি ৭২ গ্রাম। এর আনুমানিক সিজান মূল্য ১ কোটি ২ লাখ ৭২ হাজার টাকা।

রাতে বিজিবির রাজাবাড়ী চেকপোস্টের ৯ সদস্যের একটি দল সীমান্তের শূণ্য রেখা থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ টহল অভিযান চালান।
এই অভিযানে নেতৃত্ব দেন ১ বিজিবির ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

ওই সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে মিলিয়ে যান চোরাচালানিরা। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বস্তাবন্দি কষ্টি উদ্ধার করে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.