গোদাগাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান, লাখ টাকা জরিমানা

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

স্টাফ রিপোটার:,
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনুমোদনহীন একটি ইটভাটায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় এই ইটভাটার মালিকদের নিকট থেকে মুচলেকা নিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে গোদাগাড়ী উপজেলায় পরিবেশ অধিদফতরের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক মো. কবির হোসেন এবং পরিদর্শক নীল রতন সরকার। এছাড়াও অভিযানের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে গোদাগাড়ী থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ, গোদাগাড়ী উপজেলার কাদীপুর এলাকায় অবস্থিত অবৈধভাবে পরিচালিত এমএইচবি ব্রিকস নামক ইটভাটার মালিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এই ইটভাটার মালিকের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম বলেন, হাইকোর্টের নিয়ম অনুযায়ী যেসব ইট ভাটার প্রয়োজনীয় কাগজপত্র নেই, সেসব ভাটা বন্ধের নির্দেশ রয়েছে। এরই ধারাবাহিকতায় গোদাগাড়ী উপজেলার কাদীপুর এলাকায় অবস্থিত এমএইচবি ব্রিকস নামক ইটভাটার মালিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন স্থান থেকে ইটভাটার মাটি সংগ্রহের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত আইন, ২০১৯) এর ৫(২) ধারায় সংঘটিত অপরাধে একই আইনের ১৫(১)(খ) ধারায় একটি মামলায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ইটভাটার মালিকের নিকট থেকে মুচলেকা গ্রহণ করা হয়। পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এবিষয়ে পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. কবির হোসেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ (সংশোধিত) অমান্য করায় গোদাগাড়ী উপজেলার একটি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযান পরিচালনাকালে ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি এফএএল- জি ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.