গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

আইন-অপরাধ আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, ফেনী (চট্টগ্রাম):
গাজীপুরের চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে গত ৭ আগস্ট কুপিয়ে হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফেনী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এ.কে.এম আবদুর রহিম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুকদেব নাথ তপন, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি আজাদ মালদার, দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংবাদিক নজির আহমেদ রতন, আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, সময় টিভির সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি ওমর ফারুক, এমএ জাফর, এমরান পাটোয়ারী, শফি উল্লাহ রিপন, ইয়াছিন আরাফাত রুবেল, ইলিয়াস সুমন, মো. আলাউদ্দিন, জাহিদুল আলম রাজন, মো. সাহাব উদ্দিন, আবদুল করিম ভুইঁয়া, মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ হানিফ (দেশ বুলেটিন) প্রমুখ।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *