মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ আজ শুক্রবার গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্যশান্তিরাম গ্রামে ১০ই মহররম আশুরা উপলক্ষে স্থানীয় মসজিদে মিলাদ মাহফিল খানাপিনার আয়োজন করা নিয়ে বাবলু মিয়া, ইউনুছ আলী সহ কয়েকজন বাড়ি বাড়ি চাউল তুলতে যায়। এতে এক পক্ষ বাধা দেয়ায় উভয় পক্ষ তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বাবলু মিয়া (৫৬) নামের একজন গুরুতর আহত এবং ইউনুছ আলী (৫২) ও ময়নাল হোসেনকে (৫৬) সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বাবলু মিয়া মারা যান ও অপর ২ জনকে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে একই গ্রামের আইয়ুব আলী ও তার ছেলে সুমন মিয়াকে আটক করেছে পুলিশ।