গাইবান্ধার পলাশবাড়ীতে সোনালীকা ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরো পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
গাইবান্ধার পলাশবাড়িতে এসিআই মোটরস লিঃ কোম্পানির আয়োজনে সোনালীকা ডে -২০২৫ বার্ষিক সার্ভিসিং ও মতবিনিময় সভা উপলক্ষে দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ই অক্টোবর মঙ্গলবার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গায় এসিআই কোম্পানির আয়োজনে স্থানীয় ডিলার ওয়াহেদুজ্জামান সরকার এর সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরে বক্তব্য প্রদান করেন এসিআই মটরস লিমিটেড এর রংপুর বিভাগীয় প্রধান মাহমুদ রশিদ (এজিএম, সেলস), ইঞ্জিনিয়ার নরেন্দ্র নাথ রায় (সি. রিজিওনাল ম্যানেজার, সার্ভিস-নর্থ পার্ট), গাইবান্ধা জেলার এরিয়া ম্যানেজার রফিকুল করিম, রিকোভারী টেরিটোরি ম্যানেজার মাসুদ আালম, গাইবান্ধা এরিয়ার সার্ভিস ইন্জিনিয়ার মোকলেসুর রহমান সায়েম ছাড়াও স্থানীয় ব্যবসায়ী
মালিক,ড্রাইভারগন উপস্থিত ছিলেন।
এসময়, এসিআই মোটরস এর প্রোডাক্ট সোনালিকা ট্রাক্টর ক্রয়ের পর সফল উদ্যোক্তাগন তাদের সফলতার অনুভূতি ব্যক্ত করেন।

সমগ্র অনুষ্ঠান টি সন্ঞ্চালনা করেন কোম্পানির টেরিটরি ম্যানেজার সনজিত চন্দ্র শীল।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *